Civic Volunteers Latest News – কলকাতা সহ রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার বুধবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন দেওয়া টাকার অংক বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। যা দারুন সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য।
প্রসঙ্গত, অবসরের সময় এতদিন পর্যন্ত তিন লক্ষ টাকা করে পেতেন সিভিক ভলেন্টিয়াররা। তবে এবার থেকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ৫ লক্ষ টাকা করে তারা পাবেন। ৪০ শতাংশ অর্থ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস এবং অবসরের এককালীন টাকার পরিমান বৃদ্ধি করার জন্য নবান্নের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিরোধীরা।
Civic Volunteers Latest News
গত বছর কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ৫৩০০/- টাকা থাকলেও অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে সেই বোনাসের পরিমাণ ছিল মাত্র ২০০০/- টাকা। সেই নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুলেছিলেন, কেন অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়ারদের পূজার বোনাস হিসেবে এত টাকা কম দেওয়া হবে? জেলার প্রতি পক্ষপাতদুষ্ট মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার।
বিষয়টি নিয়ে কিছুটা হলেও মনঃক্ষুণ ছিলেন সিভিক ভলেন্টিয়াররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের ফিরিয়ে ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্যান্য জেলার সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের একই পরিমাণে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন। গত জানুয়ারি মাসে সেই বর্ধিত টাকা পেয়েছিলেন সিভিক ভলেন্টিয়াররা। এবছর সকল সিভিক ভলান্টিয়াররা পূজোর বোনাস হিসেবে ৬০০০/- টাকা করে পাবেন।
তবে সিভিক ভলেন্টিয়ার দের অবসরকালীন ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, “আরজি করে বলির পাঁঠা করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। তার ফলে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের মনোবল ধাক্কা খেয়েছে। এই বাহিনীই তো তৃণমূলের হয়ে ভোট করায়। নেতাদের তোলাবাজিতে সঙ্গত করে। তাই তাদের মনোবল চাঙ্গা করতেই পর পর এই সিদ্ধান্তগুলি নিচ্ছে নবান্ন।’
বিজেপির পাশাপাশি এই বিষয়ে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ারেরা তো চুক্তিভিত্তিক কর্মচারী। তা হলে সরকারের অন্য দফতরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও তো একই নিয়ম হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। আসলে মুখ্যমন্ত্রী একটা নীতিতে চলছেন। তা হল, তুমি আমায় দেখে দাও, আমি তোমায় পুষিয়ে দেব। এটা গোটা প্রশাসনিক ব্যবস্থাকে ভিতর থেকে ক্ষত করে দিচ্ছে।
1 thought on “সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! পুজোর পর বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা – Civic Volunteers Latest News”